বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মাটিরাঙ্গায় ওএমএসের চাল-আটা বিক্রি শুরু 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় ওএমএসের চাল-আটা বিক্রি শুরু 

বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে খোলা বাজারে চাল-আটা বিক্রি কার্যক্রম শুরু হযেছে। 

রোববার (১৫ সে‌প্টেম্বর) এ কার্যক্রম তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে চাল-আটা বিক্রয় শুরু হয়। এসময় মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্চ ইন্সট্রাক্ট্রোর মো. আসগর হোসেন, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, তদারকি কর্মকর্তা মো. হুমায়ন পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা জানান, মাটিরাঙ্গা পৌরসভার দুটি পয়েন্টে  ওএমএস কর্মসূচিতে বর্তমানে একজন ব্যক্তি ৫ কেজি চাল, ৫ কেজি আটা ক্রয় করতে পারবে। প্রতিকেজি চালের ভোক্তাপর্যায়ে বিক্রয় মূল্য ৩০ টাকা। 

প্রতিকেজি খোলা আটার মূল্য ২৪ টাকা এবং প্যাকেট আটার ক্ষেত্রে দুই কেজির প্রতি প্যাকেটের মূল্য ৫৫ টাকা। এ কর্মসূচিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চাল ও আটা বিক্রি করা হচ্ছে। সরকারি বন্ধ ব্যতীত বাকীদিন ওএমএস  কার্যক্রম চলবে।

পরিদর্শনকালে ওএমএসকেন্দ্রগুলোতে ব্যাপক ভোক্তার উপস্থিতি লক্ষ্য করা গেছে এবং সন্তোষজনকভাবে বিক্রি কার্যক্রম চলছে বলে জানান মাটিরাঙ্গা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শৈলেন্দ্র লাল চাকমা।

টিএইচ